Call us : 09032-56212

নজরুল জার্নালের পাঠ ও মোড়ক উন্মোচন

Published: 2021-09-27

গত ২৬/০৯/২০২১ তারিখ রবিবার সকাল ১১:০০ ঘটিকায় ইন্সটিটিউট অব নজরুল স্টাডিজ, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়, ত্রিশাল, ময়মনসিংহ, বাংলাদেশ এবং নজরুল সেন্টার ফর সোস্যাল এন্ড কালচারাল স্টাডিজ, কাজী নজরুল বিশ্ববিদ্যালয়, আসানসোল, পশ্চিমবঙ্গ, ভারত-এর যৌথ উদ্যোগে ‘নজরুল-জার্নাল’ ১ম সংখ্যার পাঠ ও মোড়ক উন্মোচন করা হয়। উক্ত অনলাইন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যুক্ত ছিলেন বাংলাদেশের জাতীয় অধ্যাপক ড. রফিকুল ইসলাম, সভাপতিত্ব করেন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক ড. এ এইচ এম মোস্তাফিজুর রহমান | অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক মো. জালাল উদ্দিন, কলা অনুষদের ডিন অধ্যাপক ড. আহমেদুল বারী, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) ড. মো. হুমায়ুন কবীর, প্রক্টর উজ্জল কুমার প্রধান, ছাত্র পরামর্শ ও নির্দেশনার পরিচালক তপন কুমার সরকার, CSC বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. জান্নাতুল ফেরদৌস, TPS বিভাগের বিভাগীয় প্রধান জনাব আল জাবির, অনলাইনে যুক্ত ছিলেন কাজী নজরুল বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক ড. মোনালিসা দাস, নজরুল সেন্টার ফর সোস্যাল এন্ড কালচারাল স্টাডিজের পরিচালক ড. স্বাতী গুহ, ইংরেজি বিভাগের অধ্যাপক ড. অনিন্দ্যশেখর পুরকায়স্থ, প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন ইন্সটিটিউট অব নজরুল স্টাডিজের অতিরিক্ত পরিচালক রাশেদুল আনাম। অনুষ্ঠানে আলোচকবৃন্দ ‘নজরুল-জার্নাল’-এর মাধ্যমে নজরুল চর্চার নতুন দিক উন্মোচিত হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।