‘ফোকলোর গবেষণা পত্রিকা’ প্রকাশিত

‘ফোকলোর গবেষণা পত্রিকা’ প্রকাশিত হয়েছে
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের ফোকলোর বিভাগের উদ্যোগে ‘ফোকলোর গবেষণা পত্রিকা’ (Research Journal of Folklore) প্রথম ভলিউম ডিসেম্বর ২০২০ প্রকাশিত হয়েছে। আজ সকালে জার্নালটির সম্পাদনা পর্ষদের প্রধান, মাননীয় উপাচার্য অধ্যাপক ড. এএইচএম মোস্তাফিজুর রহমান মোড়ক উন্মোচন করেন এবং সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ ও শুভেচ্ছা জানান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক মোঃ জালাল উদ্দীন। সীমিত পরিসরের এই আয়োজনে আরও উপস্থিত ছিলেন সম্পাদনা পর্ষদের সদস্য জনাব মো. বাকীবিল্লাহ (সাকার মুস্তাফা), ড. মোঃ সাইফুল ইসলাম, এবং ড. মোহাম্মদ মেহেদী উল্লাহ। এছাড়াও বিভিন্ন অনুষদের শিক্ষকদের মধ্যে উপস্থিত ছিলেন জনাব মোঃ অলিউল্লাহ, জনাব মোঃ রিয়াজুল ইসলাম, জনাব আসাদুজ্জামান নিউটন এবং জনাব কাহারুল ইসলাম।
সম্পাদনা পর্ষদের সদস্য ড. মোহাম্মদ মেহেদী উল্লাহ বলেন, ‘ফোকলোর গবেষণায় নতুন দৃষ্টিভঙ্গি তৈরিতে জার্নালটি ভূমিকা রাখবে। ফোকলোর তত্ত্ব, নগর ফোকলোর, ক্ষেত্রসমীক্ষণসহ নানামাত্রিক ব্যতিক্রমী ও মৌলিক গবেষণাপ্রবন্ধ প্রথম সংখ্যাটিকে ঋদ্ধ করেছে। আশাকরি আমাদের প্রচেষ্টা ধারাবাহিকভাবে বজায় থাকবে।’ 
জার্নালটির প্রথম সংখ্যায় দেশ-বিদেশের ২৩ জন গবেষকের ফোকলোর বিষয়ক গবেষণা প্রবন্ধ প্রকাশিত হয়েছে। জার্নালের সম্পাদক জনাব মোঃ. বাকীবিল্লাহ সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানিয়ে বলেন, ‘করোনাকালীন সংকটের জন্য জার্নালটি কিছুটা দেরিতে প্রকাশিত হলেও আমরা গুরুত্ব দিয়েছি কোয়ালিটি যেন ঠিকঠাক মেইনটেইন হয়। আশাকরি, ফোকলোর গবেষণা পত্রিকা বাংলাদেশের ফোকলোর চর্চার ধারাকে বৈশ্বিক প্রেক্ষাপটে মেলে ধরতে সক্ষম হবে।’