জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে ‘স্মার্ট বাংলাদেশ বিনির্মাণ’-শীর্ষক দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৭ অক্টোবর ২০২৩) সকালে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের কনফারেন্স কক্ষে কর্মশালাটি আয়োজন করে ইন্সটিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেল (আইকিউএসি)।
বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ড. সৌমিত্র শেখরের সভাপতিত্বে কর্মশালার উদ্বোধনী সেশনে প্রধান অতিথি হিসেবে অনলাইনে যুক্ত হয়ে বক্তব্য দেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সদস্য প্রফেসর ড. মো. সাজ্জাদ হোসেন। বিশেষ অতিথির বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. আতাউর রহমান। স্বাগত বক্তব্য দেন নজরুল বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার কৃষিবিদ ড. মো. হুমায়ুন কবীর। ধন্যবাদ জ্ঞাপন করেন ইনোভেশন টিমের আহবায়ক প্রফেসর ড. মোসাম্মৎ. জান্নাতুল ফেরদৌস।
প্রধান অতিথির বক্তব্যে ড. মো. সাজ্জাদ হোসেন সময়োপযোগী কর্মশালা আয়োজনের জন্য নজরুল বিশ্ববিদ্যালয়কে সাধুবাদ ও ধন্যবাদ জানান। তিনি বলেন, প্রযুক্তি ও গবেষণার মধ্যে সমন্বয় করার মধ্যদিয়ে একটি আধুনিক, উন্নত ও স্মার্ট বাংলাদেশ গঠনে বিশ্ববিদ্যালয়গুলোকে নেতৃত্ব দিতে হবে। আর সে জন্য বিশ্ববিদ্যালয়গুলোকে গবেষণাকে ধারণ করতে হবে। গবেষণার মধ্যদিয়ে নতুন নতুন জ্ঞান সৃষ্টি করতে হবে।
বর্তমান প্রশাসনের নেতৃত্বে প্রশংসা করে ইউজিসি সদস্য আরও বলেন, মাননীয় উপাচার্যের নেতৃত্বে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম সবদিক থেকে সামনের দিকে এগিয়ে যাচ্ছে। বিশ্ববিদ্যালয়ের এই অগ্রযাত্রা সামনের দিকে আরো অব্যাহত থাকুক। একটি গবেষণামুখী প্রযুক্তি নির্ভর, মানবিক, স্মার্ট নজরুল বিশ্ববিদ্যালয় তৈরি হোক সেটিই আমাদের প্রত্যাশা।
সভাপতির বক্তব্যে উপাচার্য প্রফেসর ড. সৌমিত্র শেখর বলেন, স্মার্ট বাংলাদেশে পৌঁছুতে হলে আমাদের স্মার্ট ক্যাম্পাস গড়তে হবে। আমাদের নিজেদের মধ্যে স্মার্টনেসকে তৈরি করতে হবে। আমাদের চারিদিকে সামন্ততান্ত্রিকতা এমনভাবে গ্রাস করে ফেলেছে তা থেকে বেরিয়ে আসতে হবে। আধুনিকতা ও সামন্ততান্ত্রিকার মধ্যে যে পার্থক্য এরমধ্যেই স্মার্টনেসের একটা পার্থক্য আছে।
তিনি আরো বলেন,আজকে নিরক্ষরতার সংজ্ঞা পাল্টে গেছে। লেখাপড়া না জানাকেই এখন আর নিরক্ষরতা বলে না। নাম লিখতে না পারাকে নিরক্ষরতা বলেনা। আজকে নিরক্ষরতার ক্ষেত্রে তথ্যপ্রযুক্তিও যুক্ত হয়েছে। অর্থাৎ আজকে কোনো মানুষ যদি তথ্য প্রযুক্তিতে অজ্ঞ থাকে তাহলে কিন্তু তাকে ওই অর্থে শিক্ষিত বলা চলে না। তাই বর্তমান যুগ হচ্ছে তথ্য প্রযুক্তির ক্ষেত্রে শিক্ষিত হবার যুগ।
দিনব্যাপী কর্মশালায় সম্পদব্যক্তি হিসেবে বক্তব্য দেন ইউজিসির অতিরিক্ত পরিচালক মো. শাহীন সিরাজ ও সিস্টেম ইঞ্জিনিয়ার দ্বিজেন্দ্র চন্দ্র দাস। উদ্বোধনী অধিবেশনে বিভিন্ন অনুষদের ডিনবৃন্দ, প্রক্টর, ছাত্র উপদেষ্টা, হল প্রভোস্টবৃন্দ, বিভাগীয় ও দপ্তর প্রধানবৃন্দসহ অন্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
Access your account, change settings or access your dashboard.