নজরুল কাপের চ্যাম্পিয়ন হয়েছে হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট বিভাগ

Published: 2024-10-30

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আয়োজিত নজরুল কাপের চ্যাম্পিয়ন হয়েছে হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট বিভাগ।
সোমবার (২৮ অক্টোবর ২০২৪) বিকেলে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে আয়োজিত জমজমাট ফাইনাল খেলায় দর্শন বিভাগকে ৪-২ গোলে তাঁরা পরাজিত করেন। টুর্নামেন্টে ২৪টি দল অংশগ্রহণ করেন।
ফাইনাল খেলার উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ড. মো. জাহাঙ্গীর আলম। খেলা শেষে তিনি শিক্ষার্থীদের হাতে পুরষ্কার তুলে দেন। এসময় আরো উপস্থিত ছিলেন ট্রেজারার প্রফেসর ড. জয়নুল আবেদীন সিদ্দিকী, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. মো. মিজানুর রহমানসহ অন্য শিক্ষক, কর্মকর্তা ও ছাত্রছাত্রীরা।