জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের আয়োজনে ২৬ নভেম্বর ২০২৪ তারিখ মঙ্গলবার বিশ্ব দর্শন দিবস উদ্যাপিত হয়। বিশ্ব দর্শন দিবসের এবারের প্রতিপাদ্য হলো ‘সর্বব্যাপী ও টেকসই ভবিষ্যৎ এবং সামাজিক ব্যবধান দূরীকরণে দর্শন’। সকালে বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ড. মো. জাহাঙ্গীর আলম-এর নেতৃত্বে কেক কাটা, পায়রা অবমুক্তকরণ ও র্যালি অনুষ্ঠিত হয়। এরপর বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের কনফারেন্স কক্ষে আয়োজিত আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ড. মো. জাহাঙ্গীর আলম।
২০২৪ সালের জুলাই-আগস্ট আন্দোলনে চূড়ান্ত ত্যাগ স্বীকারকারি শহীদ ও আহতদের অবদানকে গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করে বক্তব্য শুরু করেন বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ড. মো. জাহাঙ্গীর আলম। প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, ‘দর্শন বিভাগ কর্তৃক আয়োজিত আজকের অনুষ্ঠান অত্যন্ত সুশৃঙ্খল থাকায় বোঝা যাচ্ছে তাদের সঠিক জ্ঞানার্জন হচ্ছে। জ্ঞানার্জন ছাড়া কখনো ব্যক্তি, প্রতিষ্ঠান, সমাজ তথা দেশের উন্নয়ন সম্ভব নয়।’ জ্ঞানার্জনের গুরুত্ব তুলে ধরে বিশ্বের উল্লেখযোগ্য দার্শনিকগণের উদাহরণ দিয়ে বিশ্ব দর্শনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন প্রধান অতিথি।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন ট্রেজারার প্রফেসর ড. জয়নুল আবেদীন সিদ্দিকী, কলা অনুষদের ডিন প্রফেসর ড. মোহাম্মদ ইমদাদুল হুদা ও রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. মো. মিজানুর রহমান। অনুষ্ঠানে সভাপতি হিসেবে বক্তব্য রাখেন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের বিভাগীয় প্রধান মো. তারিফুল ইসলাম।
অনুষ্ঠানটির উদ্বোধন করেন বাংলাদেশ ফিলোসফিক্যাল সোসাইটির সভাপতি ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. শাহ্ কাওসার মুস্তাফা আবুলউলায়ী। অনুষ্ঠানে ‘২০২৪ গণঅভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে বিশ্ব দর্শন দিবসের প্রাসঙ্গিকতা’ শীর্ষক মূল প্রবন্ধ উপস্থাপন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের নৈতিক উন্নয়ন কেন্দ্রের পরিচালক ও দর্শন বিভাগের প্রফেসর আ খ ম ইউনুস। জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের প্রভাষক মো. খাইরুল ইসলাম শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন। এসময় বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. মো. মাহবুবুর রহমানসহ শিক্ষক, কর্মকর্তা ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
Access your account, change settings or access your dashboard.