Call us : 09032-56212

জাতীয় শোক দিবস ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪তম শাহাদাৎ বার্ষিকী পালিত

Published: 2019-08-16

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে যথাযোগ্য মর্যাদায় জাতীয় শোক দিবস ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪তম শাহাদতবার্ষিকী পালিত হয়েছে। প্রশাসনিক ভবনের সামনে বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে অনুষ্ঠানের উদ্বোধন করেন উপাচার্য প্রফেসর ড. এএইচএম মোস্তাফিজুর রহমান। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে জাতীয় পতাকা অর্ধনমিত ও কালো পতাকা উত্তোলন করা হয়।

পরে  শিক্ষক সমিতি, কর্মকর্তা পরিষদ, কর্মকর্তা-কর্মচারী, শিক্ষার্থীসহ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করা হয়। পুষ্পস্তবক শেষে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে থেকে শোক র‍্যালিবের করা হয়।প্রশাসনিক ভবনের সামনে এক সংক্ষিপ্ত আলোচনা সভার আয়োজন করা হয়। এতে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এএইচএম মোস্তাফিজুর রহমান, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) ড.হুমায়ুন কবীর, শিক্ষক সমিতির সভাপতি মো শফিকুল ইসলাম, কলা অনুষদের ডিন প্রফেসর ড. সাহাবউদ্দিন বাদল, সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. নজরুল ইসলাম, বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ওজ্জল কুমার প্রধান, বঙ্গবন্ধু নীল দলের সভাপতি ড. সিদ্ধার্থ দে সিধু এবং বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্রলীগের সভাপতি নজরুল ইসলাম বাবু, সাধারণ সম্পাদক রাকিবুল হাসান রাকিব।বাদ জোহর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এরপর বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের উদ্যোগে কেন্দ্রীয় ক্যাফেটেরিয়ায় গণভোজের আয়োজন করা হয়।