জাককানইবিতে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস শোক দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে সকালে প্রশাসনিক ভবনের সামনে প্রথমে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে এবং পরে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়।পুষ্পস্তবক অর্পণ শেষে বিশ্ববিদ্যালয়ের গাহি সাম্যের গান মঞ্চে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এ এইচ এম মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজকল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শরীফ আহমেদ।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি ও স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব হাফেজ মাওলানা রুহুল আমিন মাদানী, ময়মনসিংহ সিটি করপোরেশনের মেয়র মো. ইকরামুল হক টিটু, বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক মো জালাল উদ্দিন, ময়মনসিংহ জেলা আওয়ামিলীগ এর সাধারণ সম্পাদক অ্যাড. মোয়াজ্জেম হোসেন বাবুল প্রমুখ ।জাতীয় শোক দিবস উদযাপন কমিটির সদস্য সচিব প্রফেসর ড. সুব্রত কুমার দে আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন . বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) কৃষিবিদ ড. হুমায়ুন কবির ধন্যবাদ জ্ঞাপন করেন ।

 

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে কবি নজরুলের ৪৩তম মৃত্যুবার্ষিকী পালিত

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে কবি কাজী নজরুল ইসলামের ৪৩তম মৃত্যুবার্ষিকী পালন উপলক্ষে বিভিন্ন কর্মসূচী অনুষ্ঠিত হয়েছে।সকালে প্রশাসনিক ভবনের সামনে প্রথমে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে এবং পরে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়।পুষ্পস্তবক অর্পণ শেষে বিশ্ববিদ্যালয়ের কনফারেন্স কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক ড. এ এইচ এম মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তা হিসেবে ছিলেন- বাংলাদেশ ও ভারত বঙ্গীয় সাহিত্য সংস্কৃতি সংসদের সাধারণ সম্পাদক কামরুল ইসলাম,বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক মো. জালাল উদ্দিন, বিভিন্ন অনুষদ এর ডীন , বিভাগীয় প্রধান, হলের প্রভোস্টগণ, প্রক্তর, শিক্ষক সমিতি, কর্মকর্তা পরিষদ ও শিক্ষার্থীরা উপ্তহিত ছিলেন।আলোচনা সভার শুরুতে ১৫ই আগস্ট শোক দিবস ও ২১ আগস্ট গ্রেনেড হামলায় নিহতদের স্মরণে ১ মিনিট নিরবতা পালন করা হয় । আলোচনা সভায় উপাচার্য অধ্যাপক ড. এ এইচ এম মোস্তাফিজুর রহমান বলেন, “জাতীয় কবি কাজী নজরুল ইসলামের মতো এত গান রচনা করেছেন বিশ্বে এমন আর কোনো কবি আছে বলে আমার জানা নেই। কবি নজরুল রবীন্দ্রনাথ ঠাকুরকে শ্রদ্ধা ও সম্মান করতেন কিন্তু তার লেখাকে কখনও অনুসরণ করেননি। কবি নজরুল ছিলেন একজন স্বতন্ত্র কবি। আমি কবি নজরুলের লেখা যতই পড়ি ততোই তার প্রেমে পড়ি। আমার মহান প্রতিষ্ঠান জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় পরিবারের পক্ষ হতে কবি নজরুলের বিদেহী আত্মার প্রতি জানাই গভীর শ্রদ্ধা”। স্মারক বক্তা ছিলেন- বাংলাদেশ ও ভারত বঙ্গীয় সাহিত্য সংস্কৃতি সংসদের সাধারণ সম্পাদক কামরুল ইসলাম।স্বাগত বক্তব্য রাখেন রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) ড. মো. হুমায়ুন কবীর। আলোচনা অনুষ্ঠান শেষে বিশ্ববিদ্যালয়ের ‘ইনস্টিটিউট অব নজরুল স্টাডিজ’র পক্ষে ২০১২-২০১৩ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) শিক্ষার্থীদের চূড়ান্ত পরীক্ষায় প্রথম স্থান অধিকারী ১৩ জন শিক্ষার্থীকে বৃত্তি ও সনদপত্র প্রদান করা হয়। প্রতিবছর জাতীয় কবির মৃত্যুবার্ষিকীতে কবির পরিবারের সদস্যদের নামে প্রবর্তিত অনুষদভিত্তিক এ বৃত্তি প্রদান করা হচ্ছে। এগুলো হলো ব্যবসায় প্রশাসন অনুষদ ‘বুলবুল বৃত্তি’, কলা অনুষদে ‘প্রমীলা বৃত্তি’, বিজ্ঞান ও প্রকৌশল অনুষদে ‘কাজী সব্যসাচী বৃত্তি’ এবং সামাজিক বিজ্ঞান অনুষদে ‘কাজী অনিরুদ্ধ বৃত্তি’।বৃত্তি প্রাপ্তরা হলেন, ব্যবসায় প্রশাসন অনুষদের মানব সম্পদ ব্যবস্থাপনা বিভাগের সায়মা হক, হিসাববিজ্ঞান ও তথ্য পদ্ধতি বিভাগের ফাতিমা সাকি, ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের কাজী রায়হান রাহমাতুল্লাহ্ ও আয়শা সিদ্দিকা। কলা অনুষদের বাংলা ভাষা ও সাহিত্য বিভাগের অনিতা রানী পাল, ইংরেজি ভাষা ও সাহিত্য বিভাগের আবির হোসেন খান, চারুকলা বিভাগের বাচ্চু মিয়া, সংগীত বিভাগের নয়ন চন্দ্র সরকার ও সেতু হালদার, থিয়েটার অ্যান্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগের বিলকিস। বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের মাহনুমা রহমান রিন্তী। সামাজিক বিজ্ঞান অনুষদের অর্থনীতি বিভাগের মোফরেজা আক্তার জয়া, লোকপ্রশাসন ও সরকার পরিচালনা বিদ্যা বিভাগের তানজিল আহমেদ। তাদের প্রত্যেককে ১০ হাজার টাকার চেক ও সনদ প্রদান করা হয়।

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ৪৪তম শাহাদাৎ বার্ষিকী উদযাপন উপলক্ষে আলোচনা সভা

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৪৩তম শাহাদাৎ বার্ষিকী উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও বৃত্তি প্রদান অনুষ্ঠান

বঙ্গবন্ধুকে ‘বিশ্ববন্ধু’র আখ্যা দেয়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ব্ববিদ্যালয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রাহমান এর প্রতিকৃতিতে পুষ্প স্তবক অর্পণ ।

জাতিসংঘে বঙ্গবন্ধুকে ‘বিশ্ববন্ধু’র আখ্যা দেয়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ব্ববিদ্যালয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রাহমান এর প্রতিকৃতিতে পুষ্প স্তবক অর্পণ করা হয় আজ রবিবার ,২৫/০৮/২০১৯ ইং তারিখে।   এ সময় উপস্থিত ছিলেন উপাচার্য প্রফেসর ড. এএইচএম মোস্তাফিজুর রহমান। এছাড়াও শিক্ষক সমিতির সদস্যবৃন্দ, বিভিন্ন অনুষদের ডিনবৃন্দ ,বিশ্ববিদ্যালয়ের প্রক্টর, সহকারী প্রক্টরবৃন্দ ও আরও অনেকে।

জাতীয় শোক দিবস ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪তম শাহাদাৎ বার্ষিকী পালিত

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে যথাযোগ্য মর্যাদায় জাতীয় শোক দিবস ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪তম শাহাদতবার্ষিকী পালিত হয়েছে। প্রশাসনিক ভবনের সামনে বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে অনুষ্ঠানের উদ্বোধন করেন উপাচার্য প্রফেসর ড. এএইচএম মোস্তাফিজুর রহমান। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে জাতীয় পতাকা অর্ধনমিত ও কালো পতাকা উত্তোলন করা হয়।

পরে  শিক্ষক সমিতি, কর্মকর্তা পরিষদ, কর্মকর্তা-কর্মচারী, শিক্ষার্থীসহ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করা হয়। পুষ্পস্তবক শেষে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে থেকে শোক র‍্যালিবের করা হয়।প্রশাসনিক ভবনের সামনে এক সংক্ষিপ্ত আলোচনা সভার আয়োজন করা হয়। এতে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এএইচএম মোস্তাফিজুর রহমান, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) ড.হুমায়ুন কবীর, শিক্ষক সমিতির সভাপতি মো শফিকুল ইসলাম, কলা অনুষদের ডিন প্রফেসর ড. সাহাবউদ্দিন বাদল, সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. নজরুল ইসলাম, বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ওজ্জল কুমার প্রধান, বঙ্গবন্ধু নীল দলের সভাপতি ড. সিদ্ধার্থ দে সিধু এবং বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্রলীগের সভাপতি নজরুল ইসলাম বাবু, সাধারণ সম্পাদক রাকিবুল হাসান রাকিব।বাদ জোহর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এরপর বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের উদ্যোগে কেন্দ্রীয় ক্যাফেটেরিয়ায় গণভোজের আয়োজন করা হয়।