জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় ও ইউনিভার্সিটি টেকনোলজি মারা -মালয়েশিয়ার মধ্যে সমঝোতা স্মারক সাক্ষরিত

২১শে ডিসেম্বর ২০২০ইং তারিখে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় ও ইউনিভার্সিটি টেকনোলজি মারা -মালয়েশিয়ার মধ্যে উপাচার্য মহোদয়ের কার্যালয়ে ভার্চুয়াল সভায় এক সমঝোতা স্মারক সাক্ষরিত হয়।জাককানইবির পক্ষে স্বাক্ষর করেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার(ভারপ্রাপ্ত) কৃষিবিদ ড. মোঃ হুমায়ূন কবীর ও ইউআইটিএম এর পক্ষে স্বাক্ষর করেন প্রতিষ্ঠানটির রেক্টর প্রফেসর এস আর ড. মোঃ ইউসুফ হামিদ।

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে মহান বিজয় দিবস -২০২০ উদযাপন

যথাযত মর্যাদা ও উৎসাহ উদ্দীপনার সাথে দিনব্যাপী নানা কর্মসূচীর মধ্যদিয়ে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে মহান বিজয় দিবস -২০২০ উদযাপন করা হয়েছে।এদিন প্রথমে সকালে প্রশাসনিক ভবনের সামনে জাতীয় সঙ্গীতের সাথে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। পরে ” চির উন্নত মম শির ” ও বঙ্গ বন্ধুর ভাস্কর্যে পুস্পস্তবক অর্পণ করা হয়। বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ড. এ এইচ এম মোস্তাফিজুর রহমান বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে কর্মসূচীতে নেতৃত্ব দেন।

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে শহীদ বুদ্ধিজীবী দিবস-২০২০ পালিত

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে যথাযত মর্যাদা ও ভাবগাম্ভীর্যের সাথে দিন ব্যাপি নানা কর্মসূচীর মধ্যদিয়ে শহীদ বুদ্ধিজীবী দিবস-২০২০ পালন করা হয়েছে। এদিন প্রথমে সকালে প্রশাসনিক ভবনের সামনে জাতীয় সঙ্গীতের সাথে জাতীয় পতাকা অর্ধনমিতকরণ ও কালো পতাকা উত্তোলন করা হয়। পরে ” চির উন্নত মম শির ” ও বঙ্গ বন্ধুর ভাস্কর্যে পুস্পস্তবক অর্পণ করা হয়। বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ড. এ এইচ এম মোস্তাফিজুর রহমান বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে কর্মসূচীতে নেতৃত্ব দেন।

উল্লেখ্য শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে, বাদযোহর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।