Law and Justice

জুলাই-আগস্ট শহীদ স্মরণে আন্তঃ বিভাগ ফুটবল প্রতিযোগিতা- ২০২৪ এর ফাইনাল খেলা

Published: 11-12-2023 Updated: 13-05-2025 04:42:17

latest news
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে জুলাই-আগস্ট শহীদ স্মরণে আন্তঃ বিভাগ ফুটবল প্রতিযোগিতা- ২০২৪ এর ফাইনাল খেলা ১০ ডিসেম্বর ২০২৪ তারিখ মঙ্গলবার অনুষ্ঠিত হয়। ফাইনাল খেলায় আইন বিভাগকে ২-০ গোলে পরাজিত করে চ্যাম্পিয়ণ হওয়ার গৌরব অর্জন করে স্থানীয় সরকার ও নগর উন্নয়ন বিভাগ। ফাইনাল খেলা উপভোগ করে সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশ^বিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ড. মো. জাহাঙ্গীর আলম। খেলা শুরুর আগে ২০২৪ সালের জুলাই-আগস্ট আন্দোলনে শহীদ ও আহতদের স্মরণে একমিনিট দাঁড়িয়ে নিরবতা পালন করা হয়।
প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, ‘আমি এই ফুটবল প্রতিযোগিতার উদ্বোধনী বক্তব্যে বলেছিলাম খেলা হলো ভ্রাতৃত্বের প্রতীক, ঐক্যের প্রতীক। আজকের এই ফাইনাল খেলা দেখতে এসে দর্শকদের উপস্থিতি দেখে আমি বুঝতে পারলাম বিশ্ববিদ্যালয় পরিবারে সবার মধ্যে সেই ঐক্য তৈরি হয়েছে। এই টুর্নামেন্টের মধ্য দিয়ে একটা সহযোগিতা, সহমর্মিতা, ভ্রাতৃত্ববোধের তৈরি হয়েছে।’ প্রধান অতিথি আরও বলেন, ‘এই বিশ্ববিদ্যালয়ে অন্যান্য খেলা যেমন ক্রিকেট, ভলিবল, ব্যাডমিন্টনসহ অন্যান্য খেলারও টুর্নামেন্ট আয়োজন করা হবে। যখন যে খেলার সময় তখন সেই খেলার আয়োজন করা হবে।’ বিভিন্ন আন্তঃ বিশ্ববিদ্যালয় প্রতিযোগিতায় এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণের সুযোগ করে দেওয়ারও আশ্বাস দেন মাননীয় উপাচার্য।
সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের প্রধান অতিথি মাননীয় উপাচার্য প্রফেসর ড. মো. জাহাঙ্গীর আলম চ্যাম্পিয়ণ ট্রফি তুলে দেন বিজয়ী দল স্থানীয় সরকার ও নগর উন্নয়ন বিভাগের হাতে এবং রানার আপ ট্রফি তুলে দেন বিজিত দল আইন ও বিচার বিভাগের হাতে।
সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন ট্রেজারার প্রফেসর ড. জয়নুল আবেদীন সিদ্দিকী ও রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. মো. মিজানুর রহমান। অনুষ্ঠানে সভাপতি হিসেবে বক্তব্য রাখেন ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক ড. মো. আশরাফুল আলম। এসময় বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের ডিন প্রফেসর ড. এ এইচ এম কামাল, ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন প্রফেসর ড. সাখাওয়াত হোসেন সরকার, সামাজিক বিজ্ঞান অনুসদের ডিন ড. মো. বখতিয়ার উদ্দিন, আইন অনুষদের ডিন মুহাম্মদ ইরফান আজিজ, প্রক্টর ড. মো. মাহবুবুর রহমান, পরিচালক (অর্থ ও হিসাব) প্রফেসর ড. রাজু আহমেদ, বঙ্গবন্ধু হলের প্রভোস্ট প্রফেসর ড. মো. সাইফুল ইসলামসহ বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান, শিক্ষক, কর্মকর্তা ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
বিশ্ববিদ্যালয়ের শারীরিক শিক্ষা দপ্তর কর্তৃক আয়োজিত এই প্রতিযোগিতা গত ২৫ নভেম্বর ২০২৪ তারিখ মাননীয় উপাচার্য প্রফেসর ড. মো. জাহাঙ্গীর আলম আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন। বিশ্ববিদ্যালয়ের ২৪ টি বিভাগ এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে। প্রতিটি গ্রুপে ৩টি করে বিভাগ নিয়ে মোট ৮টি গ্রুপে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।