জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়

Jatiya Kabi Kazi Nazrul Islam University

নজরুল বিশ্ববিদ্যালয়ের নবনির্মিত ট্রেজারার ভবন উদ্বোধন

Published: 13-10-2025 Updated: 13-10-2025 03:46:37

latest news
 জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের নবনির্মিত ট্রেজারার ভবন ‘কাজী কুঞ্জ’ এর নামফলক উম্মোচনের মাধ্যমে শুভ উদ্বোধন করেন  বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ড. মো. জাহাঙ্গীর আলম। ১৩ অক্টোবর ২০২৫ তারিখ সোমবার সকালে ভবনটির উদ্বোধন করা হয়।
উদ্বোধনকালে বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. জয়নুল আবেদীন সিদ্দিকী, কলা অনুষদের ডিন প্রফেসর ড. মোহাম্মদ ইমদাদুল হুদা, ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন প্রফেসর ড. মো. সাখাওয়াত হোসেন সরকার, চারুকলা অনুষদের ডিন প্রফেসর ড. মুহাম্মদ এমদাদুর রাশেদ (রাশেদ সুখন), রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. মো. মিজানুর রহমান, পরিবহণ প্রশাসক প্রফেসর ড. আহমেদ শাকিল হাসমী, হলের প্রভোস্টগণ, বিভাগীয় ও দপ্তর প্রধানগণসহ শিক্ষক, সংশ্লিষ্ট প্রকৌশলীবৃন্দ, কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন। টেজারার ভবন উদ্বোধন শেষে বিশ্ববিদ্যালয়ের সমৃদ্ধি কামনা করে দোয়া মাহ্ফিল অনুষ্ঠিত হয়। দোয়া মাহ্ফিল পরিচালনা করেন বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদের পেশ ইমাম হাফেজ মুফ্তি মো. আব্দুল হাকীম।
উল্লেখ্য দোতলা ভীতের উপর দুইতলা বিশিষ্ট নবনির্মিত ট্রেজারার ভবনের প্রতিটি ফ্লোর ৪,১০০ বর্গফুট করে মোট ৮,২০০ বর্গফুট বিশিষ্ট একটি ডুপ্লেক্স ভবন। জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় ভৌত অবকাঠামো উন্নয়ন শীর্ষক প্রকল্পের আওতায় এই ভবনের কাজ সম্পন্ন করা হয়।