জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়

Jatiya Kabi Kazi Nazrul Islam University

নজরুল বিশ্ববিদ্যালয়ে সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের নবীন বরণ ও বিদায় অনুষ্ঠিত

Published: 25-09-2025 Updated: 25-09-2025 03:17:53

latest news

 জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে সমাজবিজ্ঞান বিভাগের ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ  স্নাতক (সম্মান) শ্রেণির শিক্ষার্থীদের নবীন বরণ ও বিভাগের প্রথম ব্যাচ হিসেবে মাষ্টার্স সম্পন্নকারীদের বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের গাহি সাম্যের গান মঞ্চে ২৪ সেপ্টেম্বর ২০২৫ তারিখ বুধবার বিকালে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। নবীন বরণ ও বিদায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ড. মো. জাহাঙ্গীর আলম।
অনুষ্ঠানের প্রধান অতিথি বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ড. মো. জাহাঙ্গীর আলম নবীন ও বিদায়ী শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, ‘সমাজবিজ্ঞান বিভাগে পড়াশোনা শেষ করে কাউকে বসে থাকতে হয় না। এন.জি.ও, কর্পোরেট প্রতিষ্ঠানসহ সরকারি ও বেসরকারি সকল ক্ষেত্রেই সমাজবিজ্ঞানের শিক্ষার্থীরা নেতৃত্বের আসনে থেকেছে। এই বিভাগের কারিকুলামে বাস্তবধর্মী শিক্ষা ব্যবস্থা থাকায় শিক্ষার্থীরা বের হয়েই ভালো অবস্থান করে নিতে সক্ষম হচ্ছে। সমাজবিজ্ঞান এমন একটি বিষয় যা অন্যান্য সকল বিভাগের পাঠ্যসূচিতেও অন্তর্ভূক্ত থাকে। প্রকৌশল বিশ্ববিদ্যালয়, মেডিকেল কলেজসহ সকল শিক্ষা ক্ষেত্রেই সমাজবিজ্ঞান অন্তর্ভূক্ত থাকে। তাই কোন প্রকার হতাশা রাখবে না, তোমাদের মেধাকে কাজে লাগিয়ে কর্মক্ষেত্রে সফলতা অর্জন করবে।’
নবীন শিক্ষার্থীদের উদ্দেশ্যে মাননীয় উপাচার্য বলেন, ‘প্রথম থেকে নিয়মিত মনোযোগের সাথে ক্লাস করলে ভবিষ্যৎ বিশ্বে কৃতিত্বের সাথে টিকে থাকতে পারবে।’ নবীন বরণ ও বিদায় অনুষ্ঠানের আয়োজকদের আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন এবং সকলের সার্বিক সাফল্য কামনা করে অনুষ্ঠানের প্রধান অতিথি তাঁর বক্তব্য শেষ করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. জয়নুল আবেদীন সিদ্দিকী, বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. মো. মিজানুর রহমান ও সমাজবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক মো. রিয়াজুল ইসলাম। সমাজবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান মো. মাসুদুর রহমান এর সভাপতিত্বে অনুষ্ঠিত নবীন বরণ ও বিদায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সমাজবিজ্ঞান বিভাগের প্রভাষক সাইফুল ইসলাম। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সমাজবিজ্ঞান বিভাগের প্রভাষক খাদিজা খাতুন ও রাশেদ হোসেন। বিদায়ী শিক্ষার্থীদের পক্ষ হতে সাইকি মানকিন তার অনুভূতি ব্যক্ত করেন। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।
জাতীয় সংগীতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। অনুষ্ঠানে অতিথিবৃন্দসহ বিদায়ী ও নবীন শিক্ষার্থীদের ক্রেস্ট প্রদান করা হয়। অনুষ্ঠানের একপর্যায়ে সমাজবিজ্ঞান বিভাগ কর্তৃক প্রকাশিত সিলেবাসের মোড়ক উম্মোচন করেন মাননীয় প্রধান অতিথি ও বিশেষ অতিথিবৃন্দ। মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে শেষ হয় নবীন বরণ ও বিদায় অনুষ্ঠান।