“OBE Curriculum” শীর্ষক দুই দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা
Published: 27-04-2025 Updated: 29-04-2025 10:19:15

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের কলা ও চারুকলা
অনুষদের শিক্ষকবৃন্দের অংশগ্রহণে “OBE Curriculum” শীর্ষক দুই দিনব্যাপী
প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে। বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের কনফারেন্স
কক্ষে ২৭ এপ্রিল ২০২৫ তারিখ রবিবার সকালে দুই দিনব্যাপী এই প্রশিক্ষণ
কর্মশালা শুরু হয়। ইন্সটিটিউশনাল কোয়ালিটি অ্যাশুরেন্স সেল (আইকিউএসি)
আয়োজিত প্রশিক্ষণ কর্মশালায় সভাপতিত্ব করেন বিশ^বিদ্যালয়ের মাননীয় উপাচার্য
প্রফেসর ড. মো. জাহাঙ্গীর আলম এবং প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন
বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি)- এর সম্মানিত সদস্য প্রফেসর
ড. মাসুমা হাবিব।
প্রশিক্ষণ কর্মশালার প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন,
‘OBE Curriculum বিষয়ে প্রশিক্ষণ নিলেই হবে না, প্রশিক্ষণ নিয়ে বিভাগের
সহকর্মীদের সাথে বসে OBE Curriculum তৈরি করতে হবে। পরে সেই কারিকুলাম
বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেটে অনুমোদন নিয়ে বাস্তবায়ন করতে হবে।’ উপস্থিত
শিক্ষকবৃন্দের উদ্দেশ্যে প্রধান অতিথি বলেন, ‘প্রত্যেক শিক্ষার্থীকে
আলাদাভাবে বুঝতে হবে। উদাহরণ দেওয়ার সময়ও তাদের বোঝার বিষয়ের দিকে গুরুত্ব
দেওয়া প্রয়োজন। প্রত্যেক শিক্ষার্থীর পছন্দ-অপছন্দ বুঝে ক্লাস নিতে পারলে
ক্লাস অত্যন্ত কার্যকর হবে।’
প্রশিক্ষণ কর্মশালার সভাপতি বিশ^বিদ্যালয়ের মাননীয়
উপাচার্য প্রফেসর ড. মো. জাহাঙ্গীর আলম তাঁর বক্তব্যে বলেন, ‘আজকের আধুনিক
সময়ে বিশ্বের সাথে তাল মিলিয়ে চলতে হলে OBE Curriculum অত্যন্ত প্রয়োজনীয় ও
কার্যকর বিষয়। আমাদের ছেলেমেয়েদের চাকুরী বাজারে যোগ্য হিসেবে গড়ে তোলার
জন্য অত্যন্ত গুরুত্বের সাথে OBE Curriculum প্রস্তুত করা প্রয়োজন।’
প্রত্যেক অনুষদেই এক বা একধিক বিভাগ নিয়ে আরও এই প্রশিক্ষণ আয়োজনের
ব্যবস্থা গ্রহণের জন্য মাননীয় উপাচার্য ইন্সটিটিউশনাল কোয়ালিটি অ্যাশুরেন্স
সেল (আইকিউএসি) এর পরিচালককে আহŸান জানান। প্রশিক্ষণ কর্মশালায় উপস্থিত
শিক্ষকবৃন্দের উদ্দেশ্যে মাননীয় উপাচার্য বলেন, ‘ক্লাসে যাওয়ার আগে অবশ্যই
আপনারা যথেষ্ট প্রস্তুতি নিয়ে যাবেন। এছাড়া নির্দিষ্ট সময় অনুযায়ী আপনারা
ক্লাসে যাবেন। যখন দেখছেন কোন সমস্যা বা প্রস্তুতি নিতে না পারার কারণে
নির্ধারিত সময়ে ক্লাস নিতে পারছেন না, সেক্ষেত্রে আগেই ক্লাসের প্রতিনিধি
(সিআর) কে জানিয়ে দিবেন।’
প্রশিক্ষণ কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন
ট্রেজারার প্রফেসর ড. জয়নুল আবেদীন সিদ্দিকী । কর্মশালায় স্বাগত বক্তা
হিসেবে বক্তব্য রাখেন কলা অনুষদের ডিন প্রফেসর ড. মোহাম্মদ ইমদাদুল হুদা ও
চারুকলা অনুষদের ডিন প্রফেসর ড. তপন কুমার সরকার। রিসোর্স পার্সন হিসেবে
উপস্থিত ছিলেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি)- এর সম্মানিত
সদস্য প্রফেসর ড. মাসুমা হাবিব, আহসানউল্লাহ বিজ্ঞান ও প্রযুক্তি
বিশ্ববিদ্যালয়ের মেকানিক্যাল এন্ড প্রডাকশন ইঞ্জিনিয়ারিং বিভাগের বিভাগীয়
প্রধান প্রফেসর ড. মাজহারুল ইসলাম, সফ্টওয়্যার স্পেশালিস্ট মো. ফারুক হোসেন
ও ইউজিসি’র এসপিকিউএ বিভাগের উপ-পরিচালক প্রকৌশলী মোহাম্মদ মনির উল্লাহ।
কর্মশালায় রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. মো. মিজানুর রহমান,
ইন্সটিটিউশনাল কোয়ালিটি অ্যাশুরেন্স সেলের পরিচালক প্রফেসর ড. মো.
সাহাবউদ্দিন অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন।