জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়

Jatiya Kabi Kazi Nazrul Islam University

"Foundation Training on Computer" শীর্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন

Published: 13-04-2025 Updated: 29-04-2025 10:26:39

latest news
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তাবৃন্দের অংশগ্রহণে Foundation Training on Computer’ শীর্ষক ৬ দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা আরম্ভ হয়েছে। বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান ভবনে কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের কম্পিউটার ল্যাব কক্ষে ১৩ এপ্রিল ২০২৫ তারিখ রবিবার দুপুরে ৬ দিনব্যাপী এই প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করা হয়। ইন্সটিটিউশনাল কোয়ালিটি অ্যাশুরেন্স সেল (আইকিউএসি) আয়োজিত প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মশালার উদ্বোধন ঘোষণা করেন বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ড. মো. জাহাঙ্গীর আলম।
প্রশিক্ষণ কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. জয়নুল আবেদীন সিদ্দিকী ও রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. মো. মিজানুর রহমান। কর্মশালায় রিসোর্স পার্সন (সম্পদ ব্যক্তি) হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের ডিন প্রফেসর ড. এ. এইচ.এম. কামাল। প্রশিক্ষণ কর্মশালায় সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন ইন্সটিটিউশনাল কোয়ালিটি অ্যাশুরেন্স সেলের পরিচালক প্রফেসর ড. মো. সাহাবউদ্দিন। উল্লেখ্য আগামী ২২ এপ্রিল ২০২৫ তারিখে এই প্রশিক্ষণ কর্মশালা শেষ হবে।