ত্রিশাল মুক্ত দিবস উপলক্ষে ৯ ডিসেম্বর সকাল ১১ঃ৩০ টায় জাতীয় সঙ্গীতের সাথে পতাকা উত্তোলন ও এর পর বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের দায়িত্বেরত বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক মো. জালাল উদ্দিন ।এসময় ব্যবসায় প্রশাসন অনুষদের ডীন ও ত্রিশাল মুক্ত দিবস উদযাপন কমিটির আহবায়ক অধ্যাপক ড. সুব্রত কুমার দে, পরিচালক (ছাত্র পরামর্শ ও নির্দেশনা) ও ত্রিশাল মুক্ত দিবস উদযাপন কমিটির সদস্য সচীব ড শেখ সুজন আলী , রেজিস্ট্রার (দায়িত্বপ্রাপ্ত) কৃষিবিদ এ, কে ,এম আনিসুর রাহমান ,প্রক্টর ড. উজ্জ্বল কুমার প্রধান,অগ্নিবীণা ও দোলনচাঁপা হলের প্রভোস্ট, শিক্ষক বৃন্দ, কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।পরে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের দায়িত্বেরত বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক মো. জালাল উদ্দিন এর নেতৃত্বে একটি বিজয় রেলি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ।রেলি শেষে ‘চীর উন্নত মম শির’ বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করা হয়।পরে শান্তির প্রতীক পায়রা অবমুক্ত করে সেখানে এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
Access your account, change settings or access your dashboard.