Call us : 09032-56212

জাককানইবিতে যথাযথ মর্যাদায় ৭ মার্চ উদযাপন

Published: 2020-03-08

জাতীয় পতাকা উত্তোলন, সমবেত কন্ঠে  জাতীয় সংগীত পরিবেশনসহ নানা কর্মসূচীর মধ্য দিয়ে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে  ঐতিহাসিক ৭মার্চ উদযাপন করা হয়েছে ।

প্রথম প্রহরে ক্যাম্পাস এর বিভিন্ন স্থানে মাইক বাজিয়ে জাতীর পিতা বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৭মার্চের ভাষণ প্রচারের মধ্য দিয়ে কর্মসূচী শুরু হয়। এরপর সকাল ১১টায় জাতীয় পতাকা উত্তোলন ওবঙ্গবন্ধুর প্রতিক্রিতিতে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে পুস্পস্তবক অর্পণ করেন মাননীয় কোষাধ্যক্ষ অধ্যাপক মো জালাল উদ্দীনসহ অন্যান্যরা ।পরে প্রশাসনিক ভবনের নিচে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয় । সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন মাননীয় কোষাধ্যক্ষ অধ্যাপক মো জালাল উদ্দীন। এছাড়া সমাবেশে বক্তব্য রাখেন বিভিন্ন অনুষদের ডীনবৃন্দ, বিভাগীয় প্রধানবৃন্দ , শিক্ষক সমিতির সভাপতি , কর্মকর্তা পরিষদের সাধারন সম্পাদক ও ছাত্রলীগের নেতানেত্রি বৃন্দ।