৯ ডিসেম্বর, ১৯৭১ সালের এই দিনে রক্তক্ষয়ী মহান মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে শত্রু মুক্ত হয় ময়মনসিংহ জেলার ত্রিশাল উপজেলা। জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে যথাযোগ্য মর্যাদায় ত্রিশাল মুক্ত দিবস পালিত হয়। এদিন প্রথমে সকালে প্রশাসনিক ভবনের সামনে জাতীয় সঙ্গীতের সাথে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। পরে ” চির উন্নত মম শির ” ও বঙ্গ বন্ধুর ভাস্কর্যে পুস্পস্তবক অর্পণ করা হয়। বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ড. এ এইচ এম মোস্তাফিজুর রহমান ত্রিশাল মুক্ত দিবসে মহান স্বাধীনতা যুদ্ধে আত্নত্যাগকারী ত্রিশালের সকল বীর যোদ্ধা ,শহীদ, বীরাঙ্গনা মা-বোনদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন।