Call us : 09032-56212

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে যথাযোগ্য মর্যাদা ও স্বাস্থ্যবিধি মেনে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ৮০তম প্রয়াণ দিবস পালিত।

Published: 2021-08-06

যথাযোগ্য মর্যাদা ও কভিড-১৯-এর স্বাস্থ্যবিধি মেনেকবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ৮০তম প্রয়াণ দিবস পালিত হচ্ছে। দিবসটি উপলক্ষে পুষ্পস্তবক অর্পন, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা হয়েছে।আজ শুক্রবার (৬ আগস্ট) সকালে প্রশাসনিক ভবনের সামনে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবকের মধ্য দিয়ে দিবসটির উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ড. এ এইচ এম মোস্তাফিজুর রহমান। এসময় প্রক্টর অধ্যাপক ড. উজ্জল কুমার প্রধান, শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মাসুদ চৌধুরী, কর্মচারী সমিতির সভাপতি রিয়াজুল হক রাজুসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন ।আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান ভার্চুয়ালি অনুষ্ঠিত হবে।