জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় এর ইন্সটিটিউট অব নজরুল স্টাডিজ গত ২৭/১০/২০২১ তারিখ ২০১৩-১৪ ও ২০১৪-১৫ শিক্ষাবর্ষের ৫টি অনুষদের ২৪ জন শিক্ষার্থীকে প্রমীলা,বুলবুল, কাজী সব্যসাচী,কাজী অনিরুদ্ধ ও উমা কাজী বৃত্তি প্রদান করে । উক্ত বৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্হিত ছিলেন জাককানইবি এর মাননীয় উপাচার্য প্রফেসর ড. এ এইচ এম মোস্তাফিজুর রহমান,সভাপতিত্ব করেন রেজিস্ট্রার কৃষিবিদ ড. মো.হুমায়ুন কবীর, বিশেষ অতিথি ছিলেন ডিন সামাজিক বিজ্ঞান অনুষদ প্রফেসর ড. মো.নজরুল ইসলাম, ডিন কলা অনুষদ প্রফেসর ড. আহমেদুল বারী, প্রক্টর প্রফেসর ড.উজ্জ্বল কুমার প্রধান, পরিচালক ছাত্র পরামর্শ ও নির্দেশনা জনাব তপন কুমার সরকার, পরিচালক অর্থ ও হিসাব ড. মো. তারিকুল ইসলাম, বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের পক্ষ থেকে বক্তব্য রাখেন নীপা পাল। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ইন্সটিটিউট অব নজরুল স্টাডিজের অতিরিক্ত পরিচালক জনাব রাশেদুল আনাম। অনুষ্ঠানে অতিথিবৃন্দ নজরুল জীবন ও দর্শনের আলোয় আলোকিত হয়ে শিক্ষার্থীরা তাদের জীবন গড়বে এই আশাবাদ ব্যক্ত করেন।