জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে ২০১৯-২০ শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়েছে। ৩ ফেব্রুয়ারি(সোমবার) ” গাহি সাম্যের গান ” মঞ্চে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ ও কথা সাহিত্যিক অধ্যাপক ড. মুহম্মদ জাফর ইকবাল ।নবীন শিক্ষার্থী দের ফুল দিয়ে বরণ করেন বর্তমান শিক্ষার্থীরা।
বেলা ১১টায় মাননীয় উপাচার্য প্রফেসর ড. এ এইস এম মুস্তাফিজুর রহমান আমন্ত্রিত অতিথিদের সাথে নিয়ে মঞ্ছে উপস্থিত হন।এসময় ফুল দিয়ে বরণ করেন শিক্ষার্থীরা । শান্তির প্রতীক পায়রা উড়িয়ে ও জাতীয় সংগীত পরিবেশনার মাধ্যমে শুরু হয় অনুষ্ঠানের কার্যক্রম ।
আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে ড. মুহম্মদ জাফর ইকবাল নবীন শিক্ষার্থীদের বলেন ” তোমরা কি জানো তোমাদের জীবনের সবচেয়ে ভাল সময়টা আজ থেকে শুরু হলো।আজ থেকে তোমরা স্বাধীন। ” এসময় শিক্ষার্থীদের স্মার্ট ফোনের অতি ব্যাবহার থেকে বিরত থাকার আহবান জানান প্রযুক্তিবিদ ড. মুহম্মদ জাফর ইকবাল ।