জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে যথাযত মর্যাদায় জাতীয় শোক দিবস পালিত

Published: 2020-08-15

জাতীর জনক বঙ্গবন্ধুর ৪৫তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে জাককানইবিতে সকালে জাতীয় পতাকা অর্ধনমিত করন ও কালো পতাকা উত্তোলন করা হয়। পরে বঙ্গবন্ধুর বিদেহী আত্মার প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নিরবতা পালন করা হয়। এসময় মাননীয় উপাচার্য প্রফেসর ড. মোস্তাফিজুর রহমান, বিভিন্ন অনুসদের ডীন, রেজিস্ট্রার ড. মো. হুমায়ূন কবীর ,প্রক্টর, শিক্ষক সমিতির সভাপতি ,ছাত্র উপদেস্টা, কর্মকর্তা ও করমচারী পরিষদের সভাপতি ও সাধারন সম্পাদক বৃন্দ, জাককানইবি শাখা ছাত্রলীগের নেতৃবৃন্দ সহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

পরে শোক র‍্যালি শেষে নব নির্মিত বংবন্ধুর ভাস্কর্যে পুস্পস্তবক অর্পণ করা হয় ।এরপর এক সংক্ষিপ্ত আলোচনা ও অনলাইনে মুজিব বর্ষে জাতীয় শোক দিবসঃ আমার বংগবন্ধু শীর্ষক রচনা প্রতিযোগিতার আয়োজন করা হয়।

 

বি দ্রঃ করোনা মহামারীর করনে সকল কার্যক্রম স্বাস্থ্যবিধি মেনে করা হয়।