বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের ৯৩তম জন্মবার্ষিকী

Published: 2023-08-09

বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব ছিলেন ঐক্য, সংগ্রাম ও সহনশীলতার প্রতীক। তার আদর্শ ও চেতনাকে ধারন করে আমাদের ও একসঙ্গে এই বিশ্ববিদ্যালয়কে একটি স্মার্ট ক্যাম্পাস হিসেবে গড়ে তুলতে হবে বলে উল্লেখ করেছেন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. সৌমিত্র শেখর ৮ আগস্ট ২০২৩ , বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের ৯৩তম জন্মবার্ষিকী উপলক্ষে নজরুল বিশ্ববিদ্যালয়ের বঙ্গমাতা হলের আয়োজনে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।উপাচার্য বলেন, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব সবসময় আন্দোলন-সংগ্রামে বঙ্গবন্ধুকে সাহস দিয়েছেন, পাশে থেকে অনুপ্রেরণা দিয়েছেন। বঙ্গবন্ধুর অনুপস্থিতিতে তিনি সংসারের পাশাপাশি দলকেও সংগঠিত করেছিলেন, দেশকে সংগঠিত করেছিলেন।বঙ্গমাতা হলের প্রাধ্যক্ষ নুসরাত শারমিন তানিয়ার সভাপতিত্বে আলোচনা সভায় আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার কৃষিবিদ ড. হুমায়ুন কবীর ও প্রক্টর সঞ্জয় কুমার মুখার্জি। এর আগে বঙ্গমাতার প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান উপাচার্য, রেজিস্ট্রার, প্রাধ্যক্ষ, হাউজ টিউটর ও শিক্ষার্থীরা।