Call us : 09032-56212

বিজয়ের মাসের প্রথম প্রহরে মোমবাতি প্রজ্জ্বলন

Published: 2022-12-04

বছর ঘুরে আবারও আমাদের সামনে এসেছে বিজয়ের মাস। ১৯৭১ সালের এ মাসেই হানাদার পাকিস্তানি বাহিনীকে পরাজিত করে বিজয় অর্জন করে  অভ্যুদয় হয় নতুন একটি দেশ বাংলাদেশের ।বিজয়ের সেই দিনকে উদযাপন করতে মাসব্যাপি নানা কর্মসূচি গ্রহন করেছে নজরুল বিশ্ববিদ্যালয়।