Call us : 09032-56212

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান চিরঞ্জীব:পানিসম্পদ উপমন্ত্রী একেএম এনামুল হক শামীম

Published: 2022-08-30

পানিসম্পদ উপমন্ত্রী ও আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক একেএম এনামুল হক শামীম এমপি বলেছেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান চিরঞ্জীব। একটি জাতিরাষ্ট্রের স্বপ্নদ্রষ্টা এবং স্থপতি তিনিই। যতদিন এ রাষ্ট্র থাকবে, ততদিন তিনি অমর থাকবেন। নদীর পানি শুকিয়ে যেতে পারে কিন্তু জাতির পিতা সারাজীবন মানুষের হৃদয়ে চির জাগরূক হয়ে থাকবেন। সোমবার (২৯ আগস্ট) জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল কর্তৃক জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষ্যে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।নজরুল বিশ্ববিদ্যালয়ের একাডেমিক, প্রশাসনিক কার্যক্রম সম্পর্কে নিজের সন্তোষের কথা জানিয়ে উপমন্ত্রী বলেন, বর্তমান সরকার শিক্ষাবান্ধব সরকার। শিক্ষায় মাননীয় প্রধানমন্ত্রী সবচেয়ে বেশি বরাদ্দ দেন। এই বিশ্ববিদ্যালয়ের বর্তমান প্রসশান যেভাবে বিশ্ববিদ্যালয়কে এগিয়ে নিয়ে যাচ্ছে তা সত্যিই প্রশংসনীয়। আমরা এমন স্থিতিশীল ক্যাম্পাস সারা বাংলাদেশে দেখতে চাই।সভাপতির বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. সৌমিত্র শেখর বলেন, শিক্ষা-গবেষণা ও উন্নয়ন এই তিন মোটোকে সামনে রেখে বর্তমান প্রশাসন নজরুল বিশ্ববিদ্যালয়কে একটি আধুনিক স্মার্ট ক্যাম্পাস হিসেবে গড়ে তুলতে কাজ করে যাচ্ছে। পাশাপাশি কোন অপশক্তি যেন এখানে মাথাচাড়া দিয়ে না উঠতে পারে সেজন্য প্রগতিশীল ও মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি সদা জাগ্রত রয়েছে।আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল এর প্রাধক্ষ্য মাসুম হাওলাদার।এছাড়াও সভায় আরও বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের কলা ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডিনগন, বিশ্ববিদ্যালয়ের রেজিষ্ট্রার , বঙ্গবন্ধু নীল দলের সভাপতি ও প্রক্টর, বাংলাদেশ ছাত্রলীগের সহ-সভাপতি মোহাম্মদ সাইফউদ্দিন বাবু, বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি-সাধারণ সম্পাদকসহ অন্যরা।সকালে মাননীয় পনিসম্পদ উপমন্ত্রী একেএম এনামুল হক শামীম এম.পি. বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে পৌঁছুনোর পর জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্যে ফুলেল শ্রদ্ধা নিবেদন করেন। এছাড়া জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ কর্তৃক আয়োজিত ‘বঙ্গবন্ধু ও বাংলাদেশ শীর্ষক’ শিল্পকর্ম প্রদর্শনী ঘুরে দেখেন ও বিজয়ীদের মধ্যে পুরষ্কার বিতরণ করেন।