Call us : 09032-56212

বিশ্ব কবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৫৮তম জয়ন্তী উদযাপন

Published: 2019-07-03

 

বিশ্ব কবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৫৮তম জন্মজয়ন্তী উদযাপন উপলক্ষ্যে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে (জাককানইবি)’র কনফারেন্স কক্ষে আজ ২ জুলাই ২০১৯, সেমিনার অনুষ্ঠিত হয়। রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক ড. বিশ্বজিৎ ঘোষ সেমিনারে সভাপতিত্ব করেন ।এছাড়া জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও জাতীয় কবি কাজী নজরুল ইসলাম-এর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী জনাব কে. এম খালিদ এম.পি এবং মাননীয় উপাচার্য অধ্যাপক ড. এ এইচ এম মোস্তাফিজুর রহমান। আলোচনা সভা অনুষ্ঠিত হয় গাহি সাম্যের গান মঞ্চে  । প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী জনাব কে. এম খালিদ এম.পি। অনুষ্ঠানে সভাপতি হিসেবে বক্তব্য রাখেন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক ড. এ এইচ এম মোস্তাফিজুর রহমান।আলোচনা সভায় একই মঞ্চে দুই কবির নামে প্রতিষ্ঠিত ‘রবীন্দ্র বিশ্ববিদ্যালয়’ এবং ‘জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়’- এর মাননীয় উপাচার্যদ্বয় উপস্থিত ছিলেন।রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক ড. বিশ্বজিৎ ঘোষ মুখ্য আলোচক হিসেবে আলোচনা করেন । বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশে ভারতীয় হাই কমিশনের আইজিসিসি’র পরিচালক ড. নীপা চৌধুরী। এছাড়াও  বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে মাননীয় উপাচার্য অধ্যাপক ড. এ এইচ এম মোস্তাফিজুর রহমান তিন দিনব্যাপী বই মেলার শুভ উদ্বোধন করেন।আলোচনা সভার পর শুরু হয় সাংস্কৃতিক অনুষ্ঠান।