ক্যান্সারাক্রান্ত তৌহিদের হাতে লক্ষ টাকার চেক তুলে দিলেন নজরুল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মো. জাহাঙ্গীর আলম
Published: 09-03-2025 Updated: 09-03-2025 02:48:30

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের বাংলা ভাষা ও সাহিত্য বিভাগের সাবেক শিক্ষার্থী বøাড ক্যান্সার আক্রান্ত মো. তৌহিদুল ইসলামের চিকিৎসার জন্য ১,০০০০০/- (এক লক্ষ) টাকার একটি চেক প্রদান করেন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ড. মো. জাহাঙ্গীর আলম। ০৬ মার্চ ২০২৫ তারিখ বৃহস্পতিবার দুপুরে মাননীয় উপাচার্যের অফিস কক্ষে এসে চেকটি গ্রহণ করেন অসুস্থ মো. তৌহিদুল ইসলাম ও তাঁর স্ত্রী মোসা. জান্নাতুল ফেরদৌস। এসময় বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. জয়নুল আবেদীন সিদ্দিকী এবং বাংলা ভাষা ও সাহিত্য বিভাগের বিভাগীয় প্রধান ও রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. মো. হাবিব-উল-মাওলা (মাওলা প্রিন্স) উপস্থিত ছিলেন। বাংলা ভাষা ও সাহিত্য বিভাগ তাঁর চিকিৎসার জন্য ‘তৌহিদের পাশে আমরা’ ব্যানারে এই অর্থ সংগ্রহ করে। এর আগে তাঁকে আরও তিন লক্ষাধিক আর্থিক সহায়তা প্রদান করা হয় বলে বিভাগের বিভাগীয় প্রধান জানান।