জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়

Jatiya Kabi Kazi Nazrul Islam University

গাজায় ইসরাইলি বর্বর হত্যাযজ্ঞের প্রতিবাদে নজরুল বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

Published: 07-04-2025 Updated: 09-04-2025 03:02:21

latest news
অধিকৃত ফিলিস্তিনি ভূখন্ড গাজায় ইসরাইলের অব্যাহত বর্বর আগ্রাসন ও হত্যাযজ্ঞের প্রতিবাদ এবং গাজার জনগণের প্রতি সংহতি জানিয়ে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ মিছিল, সংহতি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ০৭ এপ্রিল ২০২৫ তারিখ সোমবার দুপুরে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় প্রশাসনের আয়োজনে নতুন প্রশাসনিক ভবনের সামনে থেকে মাননীয় উপাচার্যের নেতৃত্বে একটি বিক্ষোভ মিছিল বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সড়ক পদক্ষিণ করে পূণরায় প্রশাসনিক ভবনের সামনে এসে সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ড. মো. জাহাঙ্গীর আলম। ‘দ্যা ওর্য়াল্ড স্টপ ফর গাজা’ কর্মসূচির সাথে সংহতি প্রকাশ করে প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, ‘গাজায় ফিলিস্তিনিদের উপর ইসরাইল যে হত্যাযজ্ঞ চালাচ্ছে তা পৃথিবীর ইতিহাসে নজিরবিহীন এবং মানবতার চরম লঙ্ঘন। যেকোন যুদ্ধের ক্ষেত্রে শিশু, নারী ও বৃদ্ধদের হামলার বাইরে রাখা হয়। অথচ ইসরাইল সুপরিকল্পিতভাবে তাদের লক্ষ্য করেই এই হামলা চালাচ্ছে। তারা গাজার কাঠামোই ধ্বংস করছে না, ফিলিস্তিনিদের চিরতরে উচ্ছেদ করার লক্ষ্যে গণহত্যা চালাচ্ছে। আর বিশ্বে যারা মানবতার কথা বলেন সেই যুক্তরাষ্ট্র এই হামলায় মদদ এবং সরাসরি সহযোগিতা করছে।’ তিনি আরও বলেন, আমরা তাদের বিরুদ্ধে সরাসরি যুদ্ধ করতে না পারলেও তাদের যত পণ্য রয়েছে তা বর্জন করবো। সকল মাধ্যমে তাদের প্রকৃত চরিত্র উম্মোচন করে বিশ্বদরবারে ছড়িয়ে দিতে হবে। সরকারের প্রতি আমাদের আহবান থাকবে ইসরাইলের সাথে আমাদের দেশের যত চুক্তি আছে তা বাতিল করা এবং ভবিষ্যতেও যেন আর কোনো চুক্তি করা না হয়। ইসরাইলের প্রেসিডেন্ট বেনিয়ামিন নেতানিয়াহু একজন পলাতক আসামী যার বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতে আগে থেকেই মামলা রয়েছে এবং তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি রয়েছে। আমাদের দেশের সরকারের প্রতি আহবান জানাই যেন আন্তর্জাতিক আদালতের মাধ্যমে তাকে বিচারের আওতায় এনে সঠিক বিচার নিশ্চিত করা হয়।’
সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. জয়নুল আবেদীন সিদ্দিকী, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. মো. মিজানুর রহমান, সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. মো. বখতিয়ার উদ্দিন, শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ড. মো. শফিকুল ইসলাম। অন্যান্যের মধ্যে আরও বক্তব্য রাখেন উপ-রেজিস্ট্রার (আইন) মুহাম্মদ মাহবুবুর রহমান, কর্মচারীদের প্রতিনিধি মো. নজরুল ইসলাম এবং শিক্ষার্থীদের প্রতিনিধি। সমাবেশে সঞ্চালনা করেন পরিচালক (ছাত্র পরামর্শ ও নির্দেশনা) ড. মো. আশরাফুল আলম। এসময় চারুকলা অনুষদের ডিন প্রফেসর ড. তপন কুমার সরকার, আইন অনুষদের ডিন মুহাম্মদ ইরফান আজিজ, প্রক্টর ড. মো. মাহবুবুর রহমান, পরিবহণ প্রশাসক ড. আহমেদ শাকিল হাসমী, শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
আলোচনা শেষে ইসরাইলের ধ্বংস এবং গাজাবাসীর মুক্তি ও শান্তি কামনায় দোয়া পরিচালনা করেন বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের পেশ ইমাম মো. আব্দুল হাকি্ম।