জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়

Jatiya Kabi Kazi Nazrul Islam University

চারুকলা ও আইন অনুষদের ২০২৩-২৪ অর্থবছরে সম্পাদিত গবেষণাসমূহের প্রতিবেদন উপস্থাপন।

Published: 30-10-2024 Updated: 31-10-2024 06:01:36

latest news

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের চারুকলা ও আইন অনুষদের ২০২৩-২৪ অর্থবছরে সম্পাদিত গবেষণাসমূহের প্রতিবেদন উপস্থাপন বিষয়ক দিনব্যাপী এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৩০ অক্টোবর ২০২৪) সকালে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের কনফারেন্স কক্ষে অনুষ্ঠিত সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ড. মো. জাহাঙ্গীর আলম।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মাননীয় উপাচার্য বলেন, দেশের উন্নয়নে গবেষণার কোনো বিকল্প নেই। এই গবেষণা প্রতিবেদনগুলো বিশ^বিদ্যালয় ও দেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তিনি প্রত্যাশা ব্যক্ত করেন।
চারুকলা অনুষদের ডিন প্রফেসর ড. তপন কুমার সরকার ও আইন অনুষদের ডিন মুহাম্মদ ইরফান আজিজের যৌথ সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন ট্রেজারার প্রফেসর ড. জয়নুল আবেদীন সিদ্দিকী, কলা অনুষদের ডিন প্রফেসর ড. মোহাম্মদ ইমদাদুল হুদা, বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের ডিন প্রফেসর ড. এ এইচ এম কামাল, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. মো. মিজানুর রহমান এবং গবেষণা ও সম্প্রসারণ কেন্দ্রের পরিচালক প্রফেসর ড. মার্জিয়া আক্তার।
আমন্ত্রিত আলোচক হিসেবে উপস্থিত ছিলেন জগন্নাথ বিশ^বিদ্যালয়ের আইন বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. শহীদুল ইসলাম এবং খুলনা বিশ^বিদ্যালয়ের প্রিন্ট মেকিং বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ড. নিহার রঞ্জন সিংহ। সেমিনারে দুটি অনুষদ থেকে ১১টি গবেষণা প্রতিবেদন উপস্থাপন করা হয়।