জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়

Jatiya Kabi Kazi Nazrul Islam University

নজরুল বিশ্ববিদ্যালয় ও চীনের ফার্স্ট ইন্সটিটিউট অব ওশানোগ্রাফী (এফআইও) এর মধ্যে সমঝোতা স্মারক চুক্তি স্বাক্ষরিত

Published: 30-09-2025 Updated: 30-09-2025 08:41:07

latest news


 কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় ও চীনের ফার্স্ট ইন্সটিটিউট অব ওশানোগ্রাফী (এফআইও), মিনিস্ট্রি অব ন্যাচারাল রিসোর্সেস, চায়না এর মধ্যে এক সমঝোতা স্মারক চুক্তি স্বাক্ষরিত হয়। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ড. মো. জাহাঙ্গীর আলম এর নেতৃত্বে চার সদস্যের প্রতিনিধিদল উপস্থিত ছিলেন।  চীনের চিংডাও (Qingdao)-এ অবস্থিত এফআইও এর প্রশাসনিক ভবনে ২৯ সেপ্টেম্বর ২০২৫ খ্রি. সোমবার এই চুক্তি স্বাক্ষরিত হয়। জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার প্রফেসর ড. মো. মিজানুর রহমান, চীনের পক্ষে  চুক্তিতে স্বাক্ষর করেন  এফআইও এর পরিচালক প্রফেসর ড. লি লি এবং চুক্তিতে প্রতিস্বাক্ষর করেন জাককানইবি'র মাননীয় উপাচার্য প্রফেসর ড. মো. জাহাঙ্গীর আলম এবং এফআইও এর মাননীয় মহাপরিচালক প্রফেসর ড. টিগাং লি ( Professor Dr. Tiegang Li)।


অনুষ্ঠানে জাককানইবি ও এফআইও এর পরিচিতি পর্ব উপস্থাপন করেন প্রফেসর ড. জয়নুল আবেদীন সিদ্দিকী, প্রফেসর ড. মো. মিজানুর রহমান ও প্রফেসর ড. লি লি (Professor Dr. Li Li)। বাংলাদেশের উপকূলীয় অঞ্চল ও বঙ্গোপসাগরের রিসোর্স বিষয়ক ভবিষ্যৎ যৌথ গবেষণা সম্ভাবনা সম্পর্কে তথ্য-উপাত্ত উপস্থাপন করেন জাককানইবি'র পক্ষে পরিবেশ বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের প্রফেসর ড. আশরাফ আলী সিদ্দিকী, এবং এফআইও'র পক্ষে মেরিন জিওলজি ল্যাবের গবেষক ড. শিন শান (Dr. Xin Shan)।


চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন চীনের এফআইও এর প্রফেসর ড. ইয়ানগুয়াং লিউ (Professor Dr. Yanguang Liu), প্রফেসর ড. শেফা শি (Professor Dr. Xuefa Shi), প্রফেসর ড. শিলিই জাং (Professor Dr. Xuelei Zhang), ড. লিন জোও (Dr. Lin Zhou), ড. শিজু ওয়াং (Dr. Shizhu Wang), ড. শিন শা (Dr.Xin Sha) সহ বিভিন্ন ল্যাবের গবেষকবৃন্দ।


চুক্তি স্বাক্ষর শেষে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের কপি গ্রহণ করেন মাননীয় উপাচার্য প্রফেসর ড. মো. জাহাঙ্গীর আলম এবং চীনের কপি গ্রহণ করেন এফআইও এর মহাপরিচালক প্রফেসর ড. টিগাং লি (Professor Dr. Tiegang Li)। এছাড়াও দুটি প্রতিষ্ঠানের অতিথিদের মধ্যে শুভেচ্ছা স্মারক বিনিময় করা হয়। অনুষ্ঠান শেষে জাককানইবি'র প্রতিনিধি দলকে এফআইও এর মহাপরিচালক মহোদয় উক্ত প্রতিষ্ঠানের 'চায়না ওশান স্যাম্পল রিপোজিটরি' ও এফআইও ক্যাম্পাস ঘুরিয়ে দেখান এবং তাঁদের বাস্তব গবেষণালদ্ধ ফলাফল সম্পর্কে বিস্তারিত তথ্য উপস্থাপন করেন।


এই চুক্তি স্বাক্ষরের মধ্য দিয়ে দুই দেশের শিক্ষা প্রতিষ্ঠান দুইটির মধ্যে আন্ত:সম্পর্ক স্থাপন এবং একাডেমিক ও বৈজ্ঞানিক গবেষণা সম্পর্কোন্নয়নের ভিত্তি রচিত হওয়ার পাশাপাশি জাককানইবি ও এফআইও এর মধ্যে একাডেমিক ও বৈজ্ঞানিক জ্ঞান বিনিময়, যৌথ গবেষণা, গবেষণা অনুদান ও ফেলোশিপ, ভিজিটিং স্কলার সহ বিভিন্ন প্রকার একাডেমিক ও গবেষণা সহযোগিতার দ্বার উন্মোচিত হলো।