নজরুল বিশ্ববিদ্যালয়ে জুলাই ৩৬ কর্ণার উদ্বোধন
Published: 28-07-2025 Updated: 28-07-2025 04:28:20

জুলাই গণঅভ্যুত্থান ২০২৪ এর এক বছর পূর্তি উপলক্ষ্যে
মাসব্যাপী বিভিন্ন কর্মসূচির অংশ হিসেবে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম
বিশ্ববিদ্যালয়ে ‘জুলাই ৩৬ কর্ণার’ উদ্বোধন করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের
কেন্দ্রীয় গ্রন্থাগার ভবনের তৃতীয় তলায় ২৮ জুলাই ২০২৫ তারিখ সোমবার সকালে
এই কর্ণারের উদ্বোধন করা হয়। বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ড.
মো. জাহাঙ্গীর আলম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফিতা কেটে জুলাই ৩৬
কর্ণারের শুভ উদ্বোধন ঘোষণা করেন।
জুলাই গণঅভ্যুত্থানে শহিদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে
প্রধান অতিথি মাননীয় উপাচার্য তাঁর সংক্ষিপ্ত বক্তব্যে বলেন, ‘সকল ধরণের
অন্যায়, অত্যাচারের বিরুদ্ধে ছাত্র জনতা তাদের আত্মত্যাগ ও রক্তের বিনিময়ে
চূড়ান্ত বিজয় অর্জন করেছে। আমার বিশ্বাস ‘জুলাই ৩৬ কর্ণার’ তারই একটি
স্থায়ী অবস্থান। আমি আরও বিশ্বাস করি এদেশের সকল শ্রেণী-পেশার মানুষের মাঝে
যে ঐক্য তৈরি হয়েছিল এই কর্ণার উদ্বোধনের মাধ্যমে তা স্থায়ী রুপ নিতে
ভূমিকা রাখবে। জুলাই-আগস্টে যে আত্মত্যাগের ইতিহাস সৃষ্টি হয়েছে তা
বর্তমান, ভবিষ্যৎ ও অনাগত প্রজন্ম আরও গবেষণার মধ্য দিয়ে একটি সমৃদ্ধ
ইতিহাস তৈরি করবে।’
যাদের কাছে নতুন তথ্য ও ডকুমেন্ট আছে তাদের এই জুলাই ৩৬
কর্ণারে জমাদানের আহŸান জানিয়ে মাননীয় উপাচার্য আরও বলেন, ‘মুক্তিযুদ্ধের
মতো জুলাই-আগস্ট ২০২৪ গণঅভ্যুত্থানও একই স্পিরিটে স্মরণ করা হবে। এছাড়া কোন
ধরণের অনাকাক্সিক্ষত ঘটনার উদ্রেক যেন না হয় তার জন্য সকলের প্রতি আহŸান
জানান প্রধান অতিথি।’
উদ্বোধন শেষে জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে শহিদদের আত্মার
মাগফিরাত কামনা করে দোয়া পরিচালনা করেন বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের
পেশ ইমাম হাফেজ মুফ্তি মো. আব্দুল হাকীম। এরপর অতিথিবৃন্দ ‘জুলাই ৩৬
কর্ণার’ ঘুরে দেখেন। জুলাই ৩৬ কর্ণারে জুলাই-আগস্ট ২০২৪ গণঅভ্যুত্থানের
বিভিন্ন আলোকচিত্র, পেপার কাটিং, গ্রন্থসহ বিভিন্ন ডকুমেন্ট রয়েছে। সবশেষে
কেন্দ্রীয় গ্রন্থাগার ভবনের আশপাশে বিভিন্ন প্রজাতির বৃক্ষ রোপন করেন
মাননীয় উপাচার্য প্রফেসর ড. মো. জাহাঙ্গীর আলম ও উপস্থিত অতিথিবৃন্দ।
উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন
বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. জয়নুল আবেদীন সিদ্দিকী, জুলাই
গণঅভ্যুত্থান উদ্যাপন কমিটির আহŸায়ক ও কলা অনুষদের ডিন প্রফেসর ড. মোহাম্মদ
ইমদাদুল হুদা, সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. মো. বখতিয়ার
উদ্দিন, ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন প্রফেসর ড. সাখাওয়াত হোসেন সরকার, ও
রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. মো. মিজানুর রহমান। অনুষ্ঠানটি
সঞ্চালনা করেন পরিচালক (ছাত্র পরামর্শ ও নির্দেশনা) ড. মো. আশরাফুল আলম।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন প্রক্টর ড. মো. মাহবুবুর রহমান,
অগ্নি-বীণা হলের প্রভোস্ট মো. হারুনুর রশিদ, পরিবহণ প্রশাসক প্রফেসর ড.
আহমেদ শাকিল হাসমী, লোকপ্রশাসন ও সরকার পরিচানা বিদ্যা বিভাগের সহকারী
অধ্যাপক ও জুলাই গণঅভ্যুত্থান উদ্যাপন কমিটির সদস্য-সচিব মো. অলি উল্লাহ,
গ্রন্থাগারিরক (ভারপ্রাপ্ত) ড. মোহা. আজিজুর রহমান, শিক্ষক, শিক্ষার্থী,
কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।