নজরুল বিশ্ববিদ্যালয়ে দিনব্যাপী বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের গবেষণা প্রকল্প সেমিনার অনুষ্ঠিত
Published: 22-07-2025 Updated: 27-07-2025 03:30:37

জাতীয়
কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের অধীনে
বিভাগের ২০২৪-২৫ অর্থ বছরে মনোনীত গবেষণা প্রকল্পসমূহের অগ্রগতি সেমিনার
অনুষ্ঠিত হয়েছে। ২২ জুলাই ২০২৫ তারিখ মঙ্গলবার সকালে পুরাতন প্রশাসনিক
ভবনের কনফারেন্স কক্ষে সেমিনারের উদ্বোধনী পর্ব অনুষ্ঠিত হয়। বিজ্ঞান ও
প্রকৌশল অনুষদের ডিন প্রফেসর ড. এ এইচ এম কামাল-এর সভাপতিত্বে উদ্বোধনী
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা থাকলেও অনিবার্যকারণবশত
বিশ^বিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ড. মো. জাহাঙ্গীর আলম উপস্থিত হতে
পারেন নি।
সেমিনারের শুরুতেই ২১ জুলাই ২০২৫ তারিখে উত্তরার মাইলস্টোন
স্কুলে বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমান বধ্বস্ত হয়ে হতাহতের ঘটনায় সরকার
ঘোষিত রাষ্ট্রীয় শোকের সাথে বিশ্ববিদ্যালয়ের পক্ষ হতে গভীর শোক ও সমবেদনা
জানিয়ে দাঁড়িয়ে একমিনিট নিরবতা পালন করা হয়।
সেমিনারে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন
বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. জয়নুল আবেদীন সিদ্দিকী। তিনি তাঁর
বক্তব্যে বলেন, ‘এই সেমিনারে যেসকল গবেষণা প্রকল্প উপস্থাপন করা হচ্ছে তার
প্রায় সবগুলোই অত্যন্ত প্রাসঙ্গিক, সময়োপযোগী এবং গুরুত্বপূর্ণ। গবেষণা
প্রকল্পগুলো উপস্থাপনের পর উপস্থিত সম্পদ ব্যক্তিগণ (রিসোর্স পার্সনগণ) যে
পরামর্শগুলো দিবেন তা অনুসরণ করে পরিমার্জিত আকারে পরবর্তীতে তা উন্নত
জার্নালে প্রকাশের দ্বার উম্মোচিত হবে বলে আমি আশা করছি।’ সবশেষে সেমিনার
আয়োজনে সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানিয়ে এবং সেমিনারের সফলতা কামনা করে
বিশেষ অতিথি তাঁর বক্তব্য শেষ করেন।
সেমিনারের উদ্বোধনী পর্বে বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত
ছিলেন বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদের ডিন প্রফেসর ড. মোহাম্মদ ইমদাদুল হুদা,
ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন প্রফেসর ড. সাখাওয়াত হোসেন সরকার, সামাজিক
বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. মো. বখতিয়ার উদ্দিন, চারুকলা অনুষদের ডিন
প্রফেসর ড. মুহাম্মদ এমদাদুর রাশেদ (রাশেদ সুখন), রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত)
প্রফেসর ড. মো. মিজানুর রহমান এবং গবেষণা ও সম্প্রসারণ দপ্তরের পরিচালক ড.
মো. হাবিবুর রহমান। স্বাগত বক্তব্য দেন কম্পিউটার সায়েন্স এন্ড
ইঞ্জিনিয়ারিং বিভাগের সহকারী অধ্যাপক ড. মাহবুবুন নাহার। সেমিনারে সম্পদ
ব্যক্তি (রিসোর্স পার্সন) হিসেবে উপস্থিত ছিলেন মাওলানা ভাসানী বিজ্ঞান ও
প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের তথ্য ও প্রযুক্তি বিভাগের প্রফেসর ড. মো.
সাজ্জাদ হোসেন, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের পরিবেশ বিজ্ঞান ও দুর্যোগ
ব্যবস্থাপনা ইন্সটিটিউট-এর পরিচালক প্রফেসর ড. মো. আব্দুল বাতেন এবং হাজী
মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স
এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রফেসর ড. মো. আরশাদ আলী। সঞ্চালনা করেন
ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক ও
প্রক্টর ড. মো. মাহবুবুর রহমান।
সেমিনারে কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের
৮টি, ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের ৫টি,
এনভায়রনমেন্টাল সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের ৯টি এবং পরিসংখ্যান
বিভাগের ২টিসহ মোট ২৪টি গবেষণা প্রকল্প উপস্থাপন করা হয়। সেমিনারে বিজ্ঞান ও
প্রকৌশল অনুষদের বিভিন্ন বিভাগসমূহের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত
ছিলেন।