নজরুল বিশ্ববিদ্যালয়ে স্বাধীনতা কাপ আন্তঃ বিভাগ ভলিবল প্রতিযোগিতার ফাইনাল অনুষ্ঠিত চ্যাম্পিয়ণ চারুকলা (ছাত্রী) ও পপুলেশন সায়েন্স (ছাত্র)
Published: 08-05-2025 Updated: 08-05-2025 12:47:16

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয়
খেলার মাঠে স্বাধীনতা কাপ আন্তঃ বিভাগ ভলিবল (ছাত্র-ছাত্রী) প্রতিযোগিতা-
২০২৫ এর ফাইনাল খেলা ০৭ মে ২০২৫ তারিখ বুধবার অনুষ্ঠিত হয়। ফাইনাল খেলায়
আইন ও বিচার বিভাগকে পরাজিত করে চারুকলা বিভাগ (ছাত্রী) এবং চারুকলা
বিভাগকে পরাজিত করে পপুলেশন সায়েন্স বিভাগ (ছাত্র) চ্যাম্পিয়ণ হওয়ার গৌরব
অর্জন করে। প্রতিযোগিতার ফাইনাল খেলা উপভোগ শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে
প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন
বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ড. মো. জাহাঙ্গীর আলম।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত
ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. জয়নুল আবেদীন সিদ্দিকী ও
রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. মো. মিজানুর রহমান। অনুষ্ঠানে
সভাপতিত্ব করেন বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের ডিন ও আন্ত:বিভাগ ভলিবল
প্রতিযোগিতা ২০২৫ আয়োজক কমিটির আহ্বায়ক প্রফেসর ড. এ.এইচ.এম. কামাল। এসময়
চারুকলা অনুষদের ডিন প্রফেসর ড. তপন কুমার সরকার, প্রক্টর ড. মো. মাহবুবুর
রহমান, ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপÍরের পরিচালক ড. মো. আশরাফুল আলম,
বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান, শিক্ষক, কর্মকর্তা ও শিক্ষার্থীরা উপস্থিত
ছিলেন। বিশ্ববিদ্যালয়ের শারীরিক শিক্ষা দপ্তর কর্তৃক আয়োজিত এই
প্রতিযোগিতায় বিশ্ববিদ্যালয়ের ২৪ টি বিভাগের শিক্ষার্থীবৃন্দ অংশগ্রহণ
করেন। উল্লেখ্য গত ২৭ এপ্রিল ২০২৫ তারিখে এই খেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন
বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ড. মো. জাহাঙ্গীর আলম।