জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়

Jatiya Kabi Kazi Nazrul Islam University

নজরুল বিশ্ববিদ্যালয়ে ৩য় গবেষণা মেলা অনুষ্ঠিত

Published: 14-05-2025 Updated: 15-05-2025 04:48:34

latest news
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে তৃতীয় গবেষণা মেলা দিনব্যাপী অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ড. মো. জাহাঙ্গীর আলম আকাশে বেলুন উড়িয়ে এবং কেক কেটে গবেষণা মেলার উদ্বোধন করেন। বিশ্ববিদ্যালয়ের গবেষণা ও সম্প্রসারণ কেন্দ্রের উদ্যোগে ১৪ মে ২০২৫ তারিখ বুধবার সকালে জয়ধ্বনি মঞ্চে মেলার উদ্বোধন করা হয়। উদ্বোধন শেষে মাননীয় উপাচার্য প্রধান অতিথি হিসেবে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন।
প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, ‘অন্যান্য শিক্ষাপ্রতিষ্ঠানে শুধু জ্ঞান বিতরণ করা হয় আর বিশ্ববিদ্যালয়ে নতুন নতুন জ্ঞান সৃষ্টি করে তা বিতরণ করা হয়। গবেষণার ক্ষেত্রে যারা যত বিনিয়োগ করেছে তারা ততো বেশি সফলতা পেয়েছে। বিশ্বের যেসকল উন্নত দেশ রয়েছে তারা গবেষণায় বিলিয়ন বিলিয়ন ডলার বিনিয়োগ করেছে। বিলগেটস, মাইক্রোসফট, এ্যাপলসহ অন্যান্য প্রতিষ্ঠানসমূহ তারা সবাই গবেষণায় ব্যাপক পরিমাণে বিনিয়োগের মধ্য দিয়ে উন্নতি লাভ করেছেন। তারা শিক্ষাপ্রতিষ্ঠানসমূহে গবেষণার জন্য প্রচুর বিনিয়োগ করে থাকেন। ফলে বিভিন্ন নতুন নতুন প্রযুক্তি উদ্ভাবন করে বিশ্ব আজ অনেক দূর এগিয়ে গেছে।’
মাননীয় উপাচার্য আরও বলেন, ‘আমরা মনে করি আমাদের বিশ্ববিদ্যালয়ে সেই ধরণের মেধাবী শিক্ষার্থী ও শিক্ষক আছেন, বর্তমানে তারা পৃথিবীর বিভিন্ন জায়গায় গুরুত্বপূর্ণ অবদান রাখছেন। বিভিন্ন উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে নিয়োজিত আছেন, আমাদের এই বিশ্ববিদ্যালয়েও যারা আছেন তারা গবেষণার মাধ্যমে আমরা যে নতুন জ্ঞান সৃষ্টির কথা বলছি সেই নতুন জ্ঞান তৈরি করবেন এবং বিতরণের কাজ করবেন। আমরা যদি এই কাজ সুষ্ঠুভাবে করতে পারি তাহলে জ্ঞানভিত্তিক যে সমাজের কথা আমরা বলি, যার ভিত্তিতে দেশ এগিয়ে যাবে সেটা হয়তো সম্ভব হবে।’
গবেষণা মেলায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. জয়নুল আবেদীন সিদ্দিকী, বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের ডিন প্রফেসর ড. এ.এইচ.এম. কামাল, ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন প্রফেসর ড. সাখাওয়াত হোসেন সরকার, সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন প্রফেস ড. মো. বখতিয়ার উদ্দিন, আইন অনুষদের ডিন মুহাম্মদ ইরফান আজিজ এবং রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. মো. মিজানুর রহমান। সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন গবেষণা ও সম্প্রসারণ কেন্দ্রের পরিচালক ও তৃতীয় গবেষণা মেলা- ২০২৫ আয়োজক কমিটির আহŸায়ক ড. মো. হাবিবুর রহমান। উদ্বোধনী পর্বে সঞ্চালনা করেন ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক ড. মো. আশরাফুল আলম। এসময় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ড. মো. জাহাঙ্গীর আলম এবং অতিথিবৃন্দ গবেষণা মেলার স্টলগুলো ঘুরে দেখেন। এরপর ক্রমানুসারে সকল বিভাগ, গবেষণা কেন্দ্র ও ইন্সটিটিউট তাদের গবেষণার বিভিন্ন বিষয় সকলের সামনে উপস্থাপন করেন। গবেষণা মেলায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের ২৫টি বিভাগ, ইন্সটিটিউট অব নজরুল স্টাডিজ, ইন্সটিটিউশনাল কোয়ালিটি অ্যাশুরেন্স সেল এবং গবেষণা ও সম্প্রসারণ কেন্দ্র তাদের স্ব স্ব নামে বরাদ্দকৃত স্টলে গবেষণাধর্মী কাজগুলো উপস্থাপন করেন। এছাড়া গবেষণা মেলা- ২০২৫ উপলক্ষ্যে প্রথমবারের মতো শিক্ষার্থীদের রিসার্চ আইডিয়া কম্পিটিশন নামক পৃথক একটি সেগমেন্ট রাখা হয়। তাদের আইডিয়াগুলো তালিকা আকারে প্রকাশিত হয়েছে এবং সেগুলো পোস্টার আকারেও মেলাতে উপস্থাপিত হয়েছে। মেলা উপলক্ষ্যে এবারই প্রথম গবেষণা ও সম্প্রসারণ দপ্তরের উদ্যোগে এবং আই.কিউ.এ.সি.এর অর্থায়নে শিক্ষার্থীদের জন্য অনুষদ ভিত্তিক রিসার্চ সফ্টওয়্যার প্রশিক্ষণের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
এরপর বিকেলে বিশ্ববিদ্যালয়ের ‘জয়ধ্বনি মঞ্চে’ গবেষণা মেলায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন মাননীয় উপাচার্য প্রফেসর ড. মো. জাহাঙ্গীর আলম। সবশেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে এই গবেষণা মেলা সমাপ্ত হয়।