মনের স্বাস্থ্য: কী, কেন এবং কীভাবে যত্ন নিতে হয়’ শীর্ষক দিনব্যাপী কর্মশালা।
Published: 29-10-2024 Updated: 31-10-2024 06:02:54

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের নিয়ে ‘মনের স্বাস্থ্য: কী, কেন এবং কীভাবে যত্ন নিতে হয়’ শীর্ষক দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৯ অক্টোবর ২০২৪) সকালে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের কনফারেন্স কক্ষে দিনব্যাপী কর্মশালা শুরু হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মশালার উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ড. মো. জাহাঙ্গীর আলম।
কর্মশালায় শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্যের গুরুত্ব ও তার যত্ন, পরিচর্যার প্রয়োজনীয়তা সম্পর্কে আলোকপাত করে এ ধরনের কর্মশালা ভবিষ্যতে আরও বেশি করে আয়োজন করা হবে বলে মাননীয় উপাচার্য জানান। এমন একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কর্মশালা আয়োজনের জন্য তিনি সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জ্ঞাপন করেন।
ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক ড. মো. আশরাফুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন ট্রেজারার প্রফেসর ড. জয়নুল আবেদীন সিদ্দিকী, বিশেষ অতিথি হিসেবে স্বাগত বক্তব্য দেন রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. মো. মিজানুর রহমান। সূচনা বক্তব্য দেন ইন্সটিটিশনাল কোয়ালিটি অ্যাশুরেন্স সেলের পরিচালক প্রফেসর ড. মো. সাহাবউদ্দিন। কর্মশালায় রিসোর্স পার্সন হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের এডুকেশনাল এন্ড কাউন্সেলিং বিভাগের বিভাগীয় প্রধান ও সহযোগী অধ্যাপক ড. মো. আজহারুল ইসলাম। কর্মশালার উদ্বোধনী পর্বের সঞ্চালনা করেন ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের সহকারী পরিচালক মোছা. আদিবা আক্তার। এসময় অন্য শিক্ষক, কর্মকর্তা ও ছাত্রছাত্রীরা উপস্থিত ছিলেন।