মাইলস্টোন স্কুলে বিমান বিধ্বস্তের ঘটনায় জাককানইবি পরিবারের শোক জ্ঞাপন
Published: 22-07-2025 Updated: 27-07-2025 03:25:54

উত্তরার
মাইলস্টোন স্কুলে বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে হতাহতের
ঘটনায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় পরিবারের পক্ষ থেকে গভীর
শোক ও সমবেদনা জ্ঞাপন করেছেন বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক ড.
মো. জাহাঙ্গীর আলম।
২১ জুলাই ২০২৫ তারিখ সোমবার দুপুরে প্রশিক্ষণ যুদ্ধ
বিমানটি উত্তরার দিয়াবাড়ি মাইলস্টোন স্কুলে আঘাত হানলে এই মর্মান্তিক
দুর্ঘটনা ঘটে। বিমানটির পাইলট ও স্কুলের শিক্ষার্থীসহ নিহতের সংখ্যা বেড়ে
২০ হয়েছে। আজ সন্ধ্যায় আইএসপিআর এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
শোক বার্তায় মাননীয় উপাচার্য মর্মান্তিক এ দুর্ঘটনায় যাঁরা
প্রাণ হারিয়েছেন তাঁদের আত্মার মাগফিরাত কামনা করেন এবং তাঁদের শোকাহত
পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। একইসাথে তিনি আহতদের দ্রুত আরোগ্য
কামনা করেন এবং তাঁদের সুচিকিৎসা নিশ্চিত করতে সরকারের প্রতি উদাত্ত আহ্বান
জানান।
এই মর্মান্তিক ঘটনায় আগামীকাল রাষ্টীয় শোকের সাথে জাতীয়
কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়েও শোক পালন এবং জাতীয় পতাকা অর্ধনমিত
রাখার নির্দেশ দেন মাননীয় উপাচার্য অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর আলম।